এইমাত্র পাওয়া

বহিরাগত নিয়ন্ত্রণে ঢাবিতে হঠাৎ ৭ তল্লাশি চৌকি, ভোগান্তিতে জনসাধারণ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বহিরাগত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে ক্যাম্পাসের সাতটি প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ফলে গতকাল শুক্রবার ছুটির দিনে ক্যাম্পাস এলাকায় গাড়ি নিয়ে অনেকে ঘুরতে এসে ঢুকতে পারেননি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশপথ ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন বহিরাগত যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে করে ক্যাম্পাসের ভিতরে এতো দিন ধরে যে অস্বাভাবিক যানজট সৃষ্টি হতো তা আজকে আর চোখে পড়েনি। তবে মেডিকেলে আগত রোগী কিংবা রোগীর আত্মীয়-স্বজন, অফিসিয়াল কাজে আগতসহ জরুরি নানা প্রয়োজনে যারা আসছেন তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘নিরাপদ ক্যাম্পাস গড়তে আমরা এই কাজ করছি। প্রাথমিকভাবে অনেকের কষ্ট হবে, এজন্য আমরা দুঃখিত।

তবে জরুরি কাজে আগত কাউকে যাচাই-বাছাই শেষে ভিতরে ঢুকার অনুমতি দেওয়া হবে বলে জানান প্রক্টর সাইফুদ্দীন আহমেদ। কোন কারণ ছাড়াই যারা আসবেন তাদের প্রবেশ নিষেধ বলে উল্লেখ করেন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭টি পয়েন্ট থেকে বাইরের যানবাহন ক্যাম্পাসে প্রবেশ সীমিত করা হয়েছে। পয়েন্টগুলো হলো পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাইকোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়। এ ব্যাপারে নগরবাসীর সহায়তা কামনা করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.