ঢাকাঃ জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগরের দক্ষিণ শাখার সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া বলেছেন, বিগত ১৬ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে মহা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা থেকে উত্তরণের জন্য অন্তর্র্বতী সরকার তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করে বিগত দিনের ধারাবাহিকতা অনুসরণ করে একের পর এক সিদ্ধান্ত ঘোষণা করছে।
যাতে দেশে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীরা বিস্ময় প্রকাশ করছে। রাষ্ট্রসংস্কারের নামে অন্তর্র্বতী সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করলেও জাতির অস্তিত্ব রক্ষার অন্যতম রক্ষাকবচ শিক্ষা ব্যবস্থা এ সংক্রান্ত কোন কমিশন গঠন করা হয়নি।
পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের দক্ষিণ শাখার সেক্রেটারি জনাব আমির হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জয়েন সেক্রেটারি রুহুল আমিন, রুহুল আমিন, হাবিবুর রহমান, ওমর ফারুক।
জনাব জাকারিয়া আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় পাহাড় সমবৈষম্য বিরাজমান, অথচ এমপিও ভুক্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকরা শিক্ষা ৯৫ শতাংশ দায়িত্ব পালন করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বৈষম্যের শিকার হয়ে মানবতার জীবন যাপন করছে। সরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া পান ৪০% উৎসব ভাতা পান ১০০% অথচ একই দায়িত্ব পালন করে বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া পান এক হাজার টাকা এবং উৎসব ভাতা পান সিকি ভাগ। অথচ স্বাধীনতার তিনটি মূল বিষয় ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। বিগত ৫৩ বছরের সাম্য ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়ায় ২৪ এর রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে এই বৈষম্য শিক্ষক সমাজ মেনে নিতে পারছে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.