নোয়াখালীঃ নোয়াখালী সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান (৫৬) মৃত্যুবরণ করছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৯ নভেম্বর) ভোর ৪ টায় দিকে ঢাকার নিজ বাসাতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।
জানা যায়, ঢাকার মোহাম্মদপুরের বাসায় হার্ট অ্যাটাক হলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে নেয়া হয় তাকে। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।
মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ময়মনসিংহ জেলার মৃত মোবারক আলী খানের ছেলে। মৃত্যু কালে পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.