নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ জলঢাকা দক্ষিণ পাঠানপাড়া সিপাহীর ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.খ.ম. রাকিবুল ইসলাম উক্ত বিদ্যালয়টির প্রতিষ্টাতা সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জাহাঙ্গীর আলম খান কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও বিদ্যালয় মাঠে মাহফিলে বাধা সৃষ্টি করায় এলাকা বাসী প্রধান শিক্ষকের অপসারন ও কটুক্তির বিচার চেয়ে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। ঘটনাটি ঘটেছে ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে।
পরিচালনা কমিটি ওয়াজ মাহফিলে ২য় দিনের সভাপতিত্ব ও মাহফিল পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন বিদ্যালয়টির প্রতিষ্টাতা সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব জাহাঙ্গীরুল আলম খান কে এ বিষয় টি কে সহজ ভাবে মেনেনিতে পারেননি বর্তমান প্রধান শিক্ষক আ.খ.ম. রাকিবুল ইসলাম। তিনি প্রতিষ্ঠাতার সম্মান ক্ষুন্ন করার জন্য তার ফেসবুক আইডিতে প্রধান শিক্ষক নন তিনি সাধারন বলে একটি স্ট্যাটাস দেন আলহাজ্ব জাহাঙ্গীরুল আলম প্রধান শিক্ষক নন সহকারী শিক্ষক তার নামের পদবি হ্যান্ড বিল, ব্যানার, ফেস্টুনে লেখা ভুল হয়েছে বলে তিনি ওয়াজ মাহফিলে বাধা সৃষ্টি করেন।
স্থানীয়রা জানায়, প্রধান শিক্ষক আ ফ ম রাকিবুল ইসলাম কে মাহফিলে সভাপতি না করায় তিনি ক্ষোভে এ কাজ করেছেন, অনার বোর্ডে এখন পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে হাজী সাহেবের নাম রয়েছে।
মসজিদ ও মাদ্রাসার সংস্কার কল্পে আয়োজিত ওয়াজ মাহফিল বন্ধের পায়তারার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় জাকিউল আলম খান। সংশ্লিষ্ট দপ্তর হতে অভিযোগের তদন্ত আসলে এলাকা বাসী প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে ফেলে।
বাইতুন নুর জামে মসজিদের সভাপতি মো.কবির উদ্দিন অভিযোগ করে বলেন, “স্থানীয়দের সহায়তায় বহু আগে প্রতিষ্ঠিত হয় এ মসজিদটি। এলাকার ছোট-ছোট কোমলমতি শিশুদের আরবী শিক্ষায় শিক্ষিত করতে একজন ঈমাম দ্বারা পরিচালিত হয় মাদ্রাসা। কিন্তু দীর্ঘ দিন যাবত এটি অবহেলিত,জরাজীর্ণ। স্থানীয়রা, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিলের আয়োজনের চেষ্টা করেও বাঁধাগ্রস্থ হয়েছেন বহুবার। এবারও তার ব্যতিক্রম নয়”। ব্যনার-পোষ্টারে লিখা পদবী নিয়ে ২ দিনের ওয়াজ মাহফিলটি বিভিন্ন ভাবে বন্ধের পায়তারা করছেন প্রধান শিক্ষক।
স্থানীয় নুরুল হক জানান,এই প্রধান শিক্ষক যোগদান করার পরে বিদ্যলয় টির শিক্ষার মান নিম্নগামী হয়েছে। আপনারা ক্লাস ফোর ফাইভ এর বাচ্চাদের নিজের নাম বাবার নাম লিখতে বলেন তো পারে নাকি। শিক্ষিকারা কোলে বাচ্চা নিয়ে আসবে ক্লাস রুমে বাচ্চাকে নিয়েই বেশি সময় ব্যয় করেন শিক্ষিকারা।
জানতে চাইলে, দক্ষিণ পাঠানপাড়া সিপাহীর ডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষক মো. রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, “বিদ্যালয়ের নথিপত্রে জাহাঙ্গীর আলম খান একজন সহকারী শিক্ষক। মাহফিল কমিটি ব্যনার-পোষ্টারে ওনার নামের পরে পদবী লিখেছে সাবেক প্রধান শিক্ষক মুলত: এ নিয়েই কথা-কাটাকাটি হয়েছে।
জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান জানানিয়েছেন দুপক্ষের আলোচনায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.