এইমাত্র পাওয়া

‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’ লিখে প্রাণ দিলেন চবি ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামের এক শিক্ষার্থী চিরকুটে লিখে আত্মহত্যা করেছেন। তিনি অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী৷

শুক্রবার (১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি ফ্ল্যাট বাসার রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আমরা এক ছাত্রীর লাশ উদ্ধার করেছি। হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি। সে চিরকুট লিখে আত্মহত্যা করছে। পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি।

জানা যায়, আত্মহত্যার আগে একটি চিরকুটে তিনি লিখেন, ‘I am sorry i failed is a human.’ অর্থাৎ ‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’।

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, এক ছাত্রীর আত্মহত্যার খবর পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি মেয়েটি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে রয়েছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে ছাত্রীর লাশ থানায় পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading