নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (রাষ্ট্রপতি) নমিনিতে যুক্ত হয়েছেন নতুন ৩ শিক্ষক। এর মধ্যে দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ফলে সিন্ডিকেট থেকে বাদ পড়েছেন আগের ৩ জন সদস্য।
শুক্রবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিন্ডিকেটে নবনিযুক্ত ৩ জন চ্যান্সেলর নমিনি হলেন- রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক তাজমেরী ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আবু ইউসুফ, লোক প্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আ কা ফিরোজ। এরা প্রত্যেকেই বিএনপি সমর্থক শিক্ষক হিসেবে পরিচিত।
নতুন নমিনি নিযুক্ত হওয়ায় বাদ পড়েছেন আগের ৩ সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক হারুন অর রশিদ, অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
