এইমাত্র পাওয়া

‘প্রজেক্ট নিসা’ মাদরাসার নারী শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ক্ষমতায়ন করবে

বাগেরহাট: মাদরাসার নারী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তির জগতে প্রবেশাধিকার নিশ্চিত করতে ‘প্রজেক্ট নিসা’ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছে রবি। প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে মাদরাসার ছাত্রীদের ক্ষমতায়ন করতে এবং তাদের স্বাধীন প্রযুক্তি উদ্ভাবক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ গ্রহণ করেছে বিডিঅ্যাপস।

সম্প্রতি এ প্রকল্পের আওতায় বাগেরহাটের মোংলায় অবস্থিত ‘শেখ ফজিলাতুন্নেছা মহিলা মাদরাসায়’ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫০ জনের বেশি শিক্ষার্থী অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল লিটারেসি ও কম্পিউটারের মৌলিক দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ পেয়েছন।

এ প্রশিক্ষণ ছাত্রীদের জন্য এক নতুন দরজা খুলে দিচ্ছে এবং তাদের দক্ষ প্রযুক্তি উদ্ভাবক হওয়ার জন্য প্রস্তুত করছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.