এইমাত্র পাওয়া

বেসরকারি মাধ্যমিকে বেতন ও টিউশন ফি নির্ধারণে নতুন চিন্তাভাবনা

ঢাকাঃ  দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন ও টিউশন ফি অঞ্চলভেদে নির্ধারণের চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) রবিউল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফি সংক্রান্ত ২০১৪ সালের নীতিমালাটি হালনাগাদ করা হচ্ছে। এ জন্য সভা করা হয়েছে। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাসিক বেতন কেমন হবে তা নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সুপারিশের আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, নতুন নীতিমালা অনুযায়ী যেসব জেলার অবস্থান ভালো, মানুষজন উচ্চবিত্ত সেসব অঞ্চলের স্কুলগুলোর টিউশন ফি তুলনামূলক বেশি হবে। অন্যদিকে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি, তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে; সেসব এলাকার স্কুলের ফি কম নির্ধারণ করা হবে।

সূত্রটি আরও জানায়, বেসরকারি স্কুলের উন্নয়ন ফি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হবে। পৌরসভা পর্যায়ের স্কুলের ক্ষেত্রে উন্নয়ন ফি ধরা হয়েছে ২০০ টাকা। আর জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ফি হবে ৫০০ টাকা। এ ছাড়া শিক্ষার্থীদের চিকিৎসা ফি বাবদ প্রতিষ্ঠানগুলো বছরে ২০০ টাকা করে ফি নিতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, স্কুলগুলোতে দুভাবে ফি নেয়া হয়। বছরের শুরুতে ভর্তির সময় একবার এবং অন্যগুলো মাসিক হিসেবে। ভর্তির সময়ের ফি শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। আর মাসিক বেতন নির্ধারণ করবেন মাউশির আঞ্চলিক পরিচালক এবং জেলা প্রশাসক বা ডিসিরা।

ওই কর্মকর্তা আরও জানান, বেসরকারি স্কুল-কলেজের টিউশন ফি সংক্রান্ত নীতিমালা তৈরির জন্য সভা হয়েছে। সভায় উঠে আসা মতামতগুলো চূড়ান্ত করে শিক্ষা সচিবের দফতরে পাঠানো হবে। পরে শিক্ষা উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দিলে সেটি জিও আকারে জারি হবে। এ জন্য কয়েক মাস সময় লাগবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.