এইমাত্র পাওয়া

সরকারি চাকরিতে প্রশ্নফাঁসের শুরু বিএনপির আমলে: প্রধানমন্ত্রী

ঢাকা: সরকারি চাকরিতে প্রশ্নপত্রফাঁস এবং অনিয়মের যেসব ঘটনায় দেশজুড়ে তোলপাড় হচ্ছে সেগুলোর সূচনা বিএনপির আমলে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়াউর রহমান এসব অনিয়মের শুরু করেন এবং খালেদা জিয়ার আমলে তা গতি পায় বলে দাবি করেন সরকারপ্রধান।

রবিবার (১৪ জুলাই) বিকালে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চীন সফর সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিএনপির আমলে প্রশ্নপত্র ফাঁসের শুরু দাবি করে শেখ হাসিনা বলেন, ২৪তম বিসিএস হয় ২০০২ সালে। তখন পরীক্ষা-টরীক্ষা হত না। হাওয়া ভবন থেকে তালিকা যেত। ঢাকা কলেজে একটা বিশেষ কামরা ছিল। সেখানে বসে পরীক্ষা দিয়ে তাদের লোকজন চাকরি পেত। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম তখন থেকেই।

প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় বলা হয় এসব ধরতে গেলে ইমেজ নষ্ট হবে। আমি এটা মানি না। অন্যায় অবিচার ধরবই। তাদের ধরতেই হবে। ছেড়ে দিলে তো চলতেই থাকবে। সরকার আন্তরিক বলেই সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ধরা পড়েছে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, অনেক দিন ধরে লেগে থেকে থেকে ধরতে পেরেছি। ফাঁস হওয়া প্রশ্নপত্রে কেউ ভেনিফিসিয়ারি হলে তাদেরও ধরা হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, কিন্তু তাদের খুঁজে বের করে দেবে কে? অমুকের কাছে বিক্রি করেছি বললে এবং প্রমাণ করতে পারলে ধরা যাবে।

এ সময় প্রধানমন্ত্রী জানান, ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই অপরাধী। যারা ফাঁস করে আর যারা কিনে উভয়ই সমান অপরাধী। সরকার কাউকে ছাড় দেবে না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading