Breaking News

২ মে থেকে ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকাসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। আগামী ২ এপ্রিল থেকে চারটি বিভাগসহ বেশ কিছু জায়গায় বৃষ্টির আভাস পাওয়া গেছে।

আবহাওয়াবিদ ড. আব্দুল কালাম মল্লিক জানান, ২ মে থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগসহ ঢাকা বিভাগসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমবে।

এদিকে আজ সোমবার সকালে এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ও সিলেটে আজ ও আগামী তিন দিন দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আগামী পাঁচ দিনে সারা দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

যশোর ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, পাবনা ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবার জেলাসহ ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং বরিশার বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে ওই পূর্বাভাসে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

এইচএসসির ফল ১৫ অক্টোবর, দেখা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ …