Breaking News

টেম্পোর ধাক্কায় কলেজছাত্রীর মৃ*ত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ  চট্টগ্রামে কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রিজে ওঠার সময় টেম্পোর ধাক্কায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ফেরিঘাটের পূর্বদিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী ফাতেমা তুজ জোহরা নূপুর (১৮) বোয়ালখালী পৌরসভার কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ি ডা. মো. হাসানের মেয়ে। সে নগরের বাকলিয়া কলেজে পড়ত।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত টেম্পো ফেরি থেকে বেইলি ব্রিজ দিয়ে পাড়ে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ পেছন দিকে যেতে থাকে। এসময় পেছনে থাকা কলেজছাত্রী নূপুর ওই গাড়িতে চাপা পড়ে। দ্রুত উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সঞ্জয় সেন তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৪/২০২৪

Check Also

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ঢাকাঃ চলতি বছরে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে …