ঢাকাঃ কারিগরি বোর্ডের সনদ জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে বোর্ডটির সদ্য সাবেক চেয়ারম্যান মো. আলী আকবর খানকে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দারা (ডিবি) ৷ জড়িত থাকার প্রমাণ মিললে তাঁকে গ্রেপ্তার করা হবে বলেও জানান ডিবি প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ ৷
সোমবার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশিদ এসব কথা বলেন। তিনি বলেন, আগামীকাল কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তারও করা হতে পারে ৷ এ ছাড়া সনদ জালিয়াতির সঙ্গে জড়িত অন্যান্য আরও যাদের নাম এসেছে তাদেরও একে একে ডাকা হবে জিজ্ঞাসাবাদের জন্য।
এ বিষয়ে বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের জন্য মুঠোফোনে কল করলে তাঁর ব্যক্তিগত সহকারী কল রিসিভ করেন। তিনি বলেন, বোর্ডে নতুন চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করছেন। তাই স্যার (আলী আকবর) সেখানে ব্যস্ত আছেন। এখন তাঁর সঙ্গে কথা বলা সম্ভব নয়।
১ এপ্রিল কারিগরি শিক্ষা বোর্ডের সনদ জালিয়াতির অভিযোগে প্রথম গ্রেপ্তার হন কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামান। তাঁকে জিজ্ঞাসাবাদে একে একে উঠে আসে এই জালিয়াতির সঙ্গে জড়িত বোর্ডসংশ্লিষ্ট অনেক ছোট-বড় কর্মকর্তা ও দেশের কয়েকটি কারিগরি স্কুল ও কলেজের প্রধান আর অধ্যক্ষদের নাম। সবশেষ গত শনিবার শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী শেহেলা পারভীনকে। তাঁকে গ্রেপ্তারের পর দিন গতকাল চেয়ারম্যানকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.