নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, আমাদের শিক্ষার মান এখন সার্টিফিকেট কেন্দ্রিক হয়ে গেছে। সার্টিফিকেট হলেই হলো। শিখতে আর হবে না। তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে জাবদিহিতার অভাবে দেশে বেকারত্বের হার বাড়ছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী মাধ্যেমে যুক্ত হয়ে দেশের ৬৪ জেলার এক সঙ্গে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন।
ফরিদপুর শহরের মহিম ইনস্টিটিউশন মাঠে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৪০টি স্টল নিয়ে বিভিন্ন প্রাণি ও প্রাণি সম্পদ প্রদর্শন করা হয়।
সকালে শুরুতে প্রধান অতিথি এ কে আজাদ ফিতা কেটে প্রদশর্নীর উদ্বোধন করেন। সেখান তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও তাদের প্রতিষ্ঠানের মান বাড়াতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পরে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতিতে এলাকায় বেকারত্ব দূর করার অঙ্গীকার করেছি। আমি পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করে যাচ্ছি। কিন্তু কর্মসংস্থান দিতে গিয়ে ইন্টারভিউ নেয়ার পরে রেজাল্ট দেখে খুব কষ্ট লাগে। এজন্য আমাদের কোয়ালিটি এডুকেশনের দিকে জোর দিতে হবে।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসারকে উদ্দেশ্যে করে এ কে আজাদ বলেন, আপনার (ইউএনও)র সুযোগ আছে। আপনার আন্ডারে স্কুল-কলেজগুলোর মান নিয়ে কাজ করা হয়। আপনি ভিজিটে যান। অনেক স্কুলেই শিক্ষকরা ঠিকমত স্কুলে থাকে না। শিক্ষার্থীদের আপনি (ইউএনও) যা পড়ানো হয়েছে তা থেকে প্রশ্ন করে দেখেন, তারা ঠিক মত উত্তর দিতে পারবে না। আমাদের শিক্ষার মান এখন সার্টিফিকেট কেন্দ্রিক হয়ে গেছে। সার্টিফিকেট হলেই হলো। শিখতে আর হবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৪/২০২৪