Breaking News

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ২য় মেধা তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি আবেদনের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে প্রথম মেধা তালিকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের তালিকা প্রকাশ করা হয়েছে।

ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে ((www.nu.ac.bd/admissions) ফলাফল দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফলাফল জানতে nu<space>athn<space>roll no লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৭ মার্চের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থীর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট ঘরে Yes অপশন সিলেক্ট করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

বেসরকারি অবসর সুবিধা বোর্ডের নতুন পরিচালক অধ্যাপক জাফর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি অবসর সুবিধা বোর্ডের পরিচালক পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোঃ জাফর আহমেদ। মাধ্যমিক …