Breaking News

দরজা ভেঙে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাঙামাটিঃ জেলার কাপ্তাই উপজেলার কাপ্তাই নতুন বাজার এলাকার একটি আবাসিক মেস থেকে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নতুনবাজারের কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নবী হোসেনের ভবনের তয় তলার একটি বন্ধ কক্ষের ভেতর থেকে সিলিং এর সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে থাকাবস্থায় মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জাহিদ হাসান জয় (২২)। সে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তার বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ দত্তপাড়া গ্রামে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৃত জয় ৩ তলার ঐ কক্ষে একাই ভাড়া থাকতেন। ওই কক্ষ থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকলে পাশ্ববর্তী এলাকার মানুষরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে আজ সকালে কক্ষের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে ৫/৬ দিন আগে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আজ সকালে আমরা সংবাদ পাই কাপ্তাই নতুন বাজারের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সংবাদ পেয়েই আমরা ফোর্স পাঠাই এবং কক্ষ থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। বর্তমানে লাশ মর্গে আছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

১৫ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ-উপাধ্যক্ষকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউটের ১৫ অধ্যক্ষ-উপাধ্যক্ষের …