মুন্সীগঞ্জঃ জেলার শ্রীনগরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে নিরব আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরব লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। নিরব শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের দুই ছাত্রীকে স্থানীয় কয়েকজন বখাটে যুবক উত্ত্যক্ত করে। এ সময় নিরব ও তার সহপাঠীরা এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এ ঘটনার জের ধরে শুক্রবার বিকাল ৫টার দিকে কামারগাঁও এলাকায় নিরবকে একা পেয়ে বখাটেরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা নিরবকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ইভটিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নিরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। বর্বর এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.