নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তারকা ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা ও সাকিব আল হাসান।
সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটনের প্রস্তাবে এসব কমিটি কণ্ঠ ভোটে পাস হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন গত মেয়াদে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী/প্রতিমন্ত্রী (নাজমুল হাসান), মাশরাফী বিন মর্তুজা, শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আব্দুস সালাম মুর্শেদী, সাকিব আল হাসান, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.