এইমাত্র পাওয়া

‘ক্ষুধাকে অস্ত্র বানিয়েছে ইসরায়েল’

ঢাকাঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিতএক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, তারা অনুসন্ধানের ভিত্তিতে জানতে পেরেছেন যে ইসরায়েল ইচ্ছা করে গাজার বেসামরিকদের কাছে খাবার ও পানি পৌঁছাতে দিচ্ছে না। যা একটি যুদ্ধাপরাধ।

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১৪০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায় জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক।

সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে। দুই দফায় বাড়া সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকেই গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল।

এইচআরডব্লিউ এর ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক পরিচালক ওমর শাকির বলেন, দুই মাসেরও বেশি সময় ধরে গাজাবাসীকে খাবার ও পানি থেকে বঞ্চিত করে রেখেছে ইসরায়েল। তারা বেসামরিকদের অনাহারে রেখে তারা যুদ্ধ এগিয়ে নিতে চায়।’

ওমর শাকির বলেন, ‘বিশ্বনেতাদের এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। গাজাবাসীদের ওপর অবর্ণনীয় কষ্ট নেমে এসেছে।’

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গাজার ২২ লাখ বাসিন্দার মধ্যে ১২ লাখই খাদ্য অনিরাপত্তায় ভুগছে। তারা এখন পুরোপেরি মানবিক সহায়তার ওপর নির্ভরশীল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.