শাহনাজ হীরা :
সারা দেশের মতো মুন্সীগঞ্জে ও মাধ্যমিক শিক্ষকদের অষ্টম ও নবম শ্রেণির জন্য নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক বিষয়ভিত্তিক শ্রেণী শিক্ষকগণের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। গত রবিবার ১৭ ই ডিসেম্বর মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন বালিকা উচ্চ বিদ্যালয় সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ চলছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির জন্য ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক ৭ দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম পর্যায়ের প্রথম দিনে প্রশিক্ষণের অংশগ্রহণকারী শিক্ষকের সংখ্যা ৬৪৮ জন হলেও দ্বিতীয় দিনে এই সংখ্যা বেড়ে প্রায় ৭ শতাধিক শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার ৩০টি অর্থাৎ সকল EIIN ইনডেক্স ধারী স্কুলের সকল পূর্ণকালীন ও এক বছরের অধিক সময় একই প্রতিষ্ঠানে কর্মরত খন্ডকালীন শিক্ষক এবং শিক্ষা বোর্ডের অনুমোদনবিহীন ইআইআইএন ধারী প্রতিষ্ঠানের শুধু পূর্ণাঙ্গকালীন শিক্ষকগণ এই প্রশিক্ষনে অংশ নেন।
একই সাথে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ট্রেনিংপ্রাপ্ত প্রায় ৪০ জন মাস্টার ট্রেইনার এই প্রশিক্ষণ দিচ্ছেন বলে জানান মুন্সীগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফা জাহান। মাস্টার ট্রেইনার মনোরঞ্জন ধর জানান, নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণিতে গ্রুপ বিভাজন না থাকাশ সকল শিক্ষার্থী একই বিষয়ে জ্ঞান লাভ করবে এবং মুখস্ত বিদ্যা নয় হাতে কলমে দক্ষতার সাথে নিজেদের জ্ঞানকে কাজে লাগাতে পারবে৷ প্রশিক্ষনে অংশগ্রহণকারী শিক্ষক মোঃ সোহেল বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণে অংশগ্রহণের ফলে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে দক্ষ শিক্ষার্থী গড়ে তুলতে সহায়ক হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.