এইমাত্র পাওয়া

নতুন বিধিমালায় এটিইও নিয়োগে যত শর্ত

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ‘পদোন্নতির’ প্রথম ধাপ সহকারী উপজেলা অফিসার বা থানা শিক্ষা অফিসার (এটিইও)। শিক্ষকদের কাছে এ পদ বেশ আকর্ষণীয়ও। নিয়ম অনুযায়ী আগে ৫০ শতাংশ এটিইও পদে নিয়োগ পেতেন সহকারী শিক্ষকরা। আবেদন করতে পারতেন সব শিক্ষক। ছিল না কোনো অভিজ্ঞতার শর্তও। গত ১৩ সেপ্টেম্বর জারি করা হয় ‘প্রাথমিক নিয়োগ বিধিমালা’র প্রজ্ঞাপন।

নতুন বিধিমালায় ৮০ শতাংশ এটিইও পদ প্রাথমিক শিক্ষকদের জন্য সংরক্ষিত (কোটা)। তবে এই কোটা বাড়িয়ে জুড়ে দেওয়া হয়েছে শর্ত, আবেদনের জন্য লাগবে ১০ বছরের অভিজ্ঞতা। যদিও কোটা বাড়ায় শিক্ষকরা বেশ খুশি। তবে আবেদনের যোগ্যতায় অভিজ্ঞতা যুক্ত করায় এটিইও নিয়োগ নিয়ে ‘মধুর বিড়ম্বনায়’ পড়েছেন শিক্ষকরা। শিক্ষকদের জন্য অভিজ্ঞতা আরও কম রাখা উচিত ছিল বলে মনে করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারাও। তারা বলছেন, সহকারী শিক্ষকদের জন্য ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতার শর্ত থাকলে সেটা ঠিক ছিল। ১০ বছরের অভিজ্ঞতা জুড়ে দেওয়ায় প্রক্রিয়া জটিল হয়ে গেছে। সহকারী শিক্ষকরা মন্ত্রণালয় এবং অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আবেদন বা দাবি জানালে বিষয়টি বিবেচনা করা হতে পারে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সই করা প্রজ্ঞাপনে গত ১৩ সেপ্টেম্বর জারি করা হয় নতুন বিধিমালা। সরকারি চাকরি আইন ২০১৮-এর ৫৯ ধারার ক্ষমতাবলে এ বিধিমালা প্রণয়ন করা হয়। এটি ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৩’ নামে অভিহিত হবে। বিধিমালার তফসিলের ৩৭ নম্বর ক্রমিকে এটিইও নিয়োগ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

সেখানে উল্লেখ রয়েছে, এটিইও পদে সরাসরি নিয়োগ করা হবে। দুই ধরনের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে বিবেচিত হবেন। তাদের সর্বোচ্চ বয়সসীমা হবে ৪৫ বছর। শিক্ষকদের জন্য ৮০ শতাংশ এটিইও পদ থাকবে সংরক্ষিত।

সহকারী শিক্ষকদের মধ্যে যারা ১০ বছর শিক্ষকতা করছেন, তারাই আবেদনের যোগ্য বিবেচিত হবেন। ১০ বছরের কম অভিজ্ঞতার সহকারী শিক্ষকরা এ পদে আবেদন করতে পারবেন না। তবে, প্রাথমিকের প্রধান শিক্ষক হলে তার ন্যূনতম তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এটিইও পদের ২০ শতাংশ সংরক্ষিত থাকবে ‘সাধারণ প্রার্থীদের’ জন্য। সাধারণ প্রার্থী বলতে প্রাথমিকের শিক্ষক নন- এমন প্রার্থীদের বোঝাবে। এই ক্যাটাগরির প্রার্থীদের সর্বেচ্চ বয়সসীমা হবে ৩০ বছর। তাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলেই সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অভিজ্ঞতার শর্ত না থাকলে তুলনামূলক তরুণ শিক্ষকদের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ৮-১০ বছর চাকরি করা শিক্ষকরা টিকতেই পারবেন না। এজন্য হয়তো অভিজ্ঞতা বেশি জুড়ে দেওয়ার নিয়ম করতে পারে কর্তৃপক্ষ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ‘অভিজ্ঞ শিক্ষকদের এটিইও পদে আনার জন্য ১০ বছরের অভিজ্ঞতা দেওয়া হয়েছে। অভিজ্ঞতার শর্ত না থাকলে তুলনামূলক তরুণ শিক্ষকদের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ৮-১০ বছর চাকরি করা শিক্ষকরা টিকতেই পারবেন না। এজন্য হয়তো অভিজ্ঞতা বেশি জুড়ে দেওয়ার নিয়ম করতে পারে কর্তৃপক্ষ।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.