শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর জেলা প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিটের উদ্যোগে চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষা চলাকালে কক্ষে দায়িত্বরত সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে চড়-থাপ্পর মেরে পালিয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ।

মঙ্গলবার সকালে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শিক্ষক লাঞ্ছিত ও শিক্ষকদের উপর বিভিন্ন হয়রানীর তীব্র নিন্দা করেন। তারা বলেন শিক্ষক নির্যাতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ও শিক্ষকদের নিরাপত্তা হুমকির মুখে। অথচ এ ব্যাপারে সিভিল প্রশাসন ও শিক্ষা প্রশাসন অনেকটাই উদাসীন। যা জাতির জন্য দুর্ভাগ্যজনক। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রতিষ্ঠানের দায়িত্বরত সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে চড়-থাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ওঠে। লাঞ্ছিত হওয়া শিক্ষাক হাফিজুর রহমান ওই বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।গত রবিবার দুপুরে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. হাফিজুর রহমান বিদ্যালয়ের ১১২নং কক্ষে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালে প্রভাতি শাখার দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী শাফিউল অসদুপায় অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় দায়িত্বরত শিক্ষক তাকে বাধা দেন এবং খাতা কেড়ে নেন। এতে শিক্ষার্থী শাফিউল ক্ষিপ্ত হয়ে শিক্ষককে চড়-থাপ্পড় মারেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান, সিনিয়র শিক্ষক মোঃ সিরাজ উদ্দিননও সোহরাব উদ্দিন। মানববন্ধনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক অংশগ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.