নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) খণ্ডকালীন সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য ডা. মো. ইসমাইল খান। আগামী দুই বছরের জন্য তাঁকে এই খণ্ডকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রবিবার ইউজিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেেশর ৪ (১) সি) ও ৪ (৪) ধারার বিধান অনুসারে গৃহীত কমিশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৫ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খানসহ আরও দুজন এই খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
তাঁরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম।
উল্লেখ্য ডা. মো. ইসমাইল খান দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) উপাচার্য হয়েছেন। এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।
মো. ইসমাইল খান ১৯৮৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর জন্ম চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.