গোপালগঞ্জঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা অবগত আছেন গত ২৭/৯/২০২৩ তারিখে শিক্ষক সমিতি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে, আগামী ২৯/৯/২০২৩ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিক্ষকস্বার্থ সংশ্লিষ্ট দাবিসমূহ মেনে না নেয়, তবে ১/১০/২০২৩ তারিখ থেকে সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
শিক্ষক সমিতিকে এখনও অফিসিয়ালি যথাযথ কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তথ্য পাওয়ার পর কার্যনির্বাহী কমিটির মিটিং করে বিস্তারিত জানাবে।
কিন্তু নানা সূত্রমতে জানতে পেরেছে যে, শিক্ষকস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তেমন কোনো আশাব্যাঞ্জক ফল হয়নি। এমতাবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামী ১/১০/২০২৩ তারিখ থেকে বশেমুরবিপ্রবির সকল সম্মানিত শিক্ষকমণ্ডলীদের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার জন্য বলা হলো।
এদিকে করোনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই সেশনজট রয়েছে। শিক্ষকদের এমন ঘোষণায় শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছে। শিক্ষার্থীরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করছেন, কেউ বলছেন ‘ঈদ মোবারক’, কেউ বলছেন, ‘খুশি হবো না দুঃখ পাবো বুঝতেছি না’। আবার কেউ প্রশ্ন করছেন, ‘ভার্সিটিটা একেবারে বন্ধ করার কোনো উপাই নেই’?
এ বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী সবুজ মিয়া বলেন, ‘শিক্ষক সমিতির হঠাৎ করে এমন সিদ্ধান্ত আমাদের জন্য সত্যি খুবই দুঃখজনক। করোনার জন্য এমনিতেই আমরা অনেক পিছিয়ে পড়েছি, সামনে নির্বাচন এখন যদি শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখে তাহলে আমাদর কি হবে?’
সিএসসি বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন বলেন, ‘শিক্ষকদের এই ধর্মঘটে আমি হতাশ। আমি আমার জীবন নিয়ে খুবই হতাশার মধ্যে আছি। শিক্ষকদের এমন সিদ্ধান্ত শিক্ষার্থীবান্ধব হয়নি।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.