শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের অধ্যাপক। আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩১ (১) ধারা অনুযায়ী ড. মো শহীদুল্লাহকে গ্রীন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।
অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ ১৯৭৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং ১৯৭৮ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
তিনি দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি রাবির ইংরেজি বিভাগের চেয়ারম্যান, কলা অনুষদের ডিন, সিনেট সদস্য, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, রাবি শিক্ষক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া রাবির ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালকও ছিলেন ড. শহীদুল্লাহ। সর্বশেষ তিনি গ্রীন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অধ্যাপনার পাশাপাশি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্বরত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.