সিলেটঃ শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি গ্রুপের নেতাকে হল থেকে বহিষ্কার করেছে শাবি প্রশাসন।
বহিষ্কৃত নেতা আজিজুল ইসলাম সীমান্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত ক অফিস আদেশ থেকে এ বিষয়ে জানা গেছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য এ বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের আবাসিক ছাত্র আজিজুল ইসলাম সীমান্তকে হল থেকে বহিষ্কার করা হলো। সে অন্য কোন হলেও প্রবেশ করতে পারবে না। এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে জানতে কল দেয়া হলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানকে ফোনে পাওয়া যায়নি।
বহিষ্কারের বিষয়ে জানার জন্য কল দেওয়া হলে ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম সীমান্ত বলেন, আমি শুনেছি আমাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে আমি কোনো চিঠি পাইনি। কিন্তু আমাকে কী কারণে বহিষ্কার করা হয়েছে সেটা আমি জানি না। এমনকি প্রশাসনে কয়েকজনের সাথে যোগাযোগ করলেও তারা আমাকে এ বিষয়ে কিছু জানাতে পারেনি।
উল্লেখ্য, গত ১৬ই আগস্ট মধ্যরাতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই কর্মীকে মারধরের পর সৈয়দ মুজতবা আলী হলের ৪২০ নম্বর কক্ষ থেকে বের করে দেন ইংরেজি বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সীমান্ত। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.