নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ জেলার ডিমলার খালিশা চাপাণী ইউনিয়ন অবস্থিত খালিশা চাপাণী বেপারীটোলা আলিম মাদরাসায় গোপনে ৬ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ছয় পদে নিয়োগ হলেও এলাকাবাসী জানে না কবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কবেই বা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ছয় পদে যোগদান করার পর এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, এই ছয় পদের বিপরীতে কোটি টাকার উপরে নিয়োগ বাণিজ্য করা হয়েছে।
শিক্ষাবার্তা অনুসন্ধানে জানা গেছে, গত জুন মাসে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধুমাত্র নিয়োগ বিজ্ঞপ্তির হদিস মেলেনি তা নয়, নিয়োগের বিষয়টি নিয়ে ঠিক মত কিছু জানে না উপজেলা শিক্ষা কর্মকর্তা।
শিক্ষাবার্তা’র অনুসন্ধানে মাদরাসা অধিদপ্তর সূত্রে জানা গেছে, খালিশা চাপাণী বেপারীটোলা আলিম মাদরাসার প্রথমে ছয় পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে ডিজি প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় চলতি বছরের গত ১৮ মে । এসময় পদ ছিল (১) অধ্যক্ষ-১টি (পদটি শূন্য) (২) উপাধ্যক্ষ-১টি (৩) অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১টি (৪) নিরাপত্তা কর্মী-১টি (৫) আয়া-১টি (পদগুলো নবসৃষ্ট)।
এরপর অফিস সহকারি কাম হিসাব সহকারি পদ বাড়িয়ে ২য় বার ডিজি প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় গত ৬ জুন। এই দুই বারই মাদরাসা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয় অধিদপ্তরের প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক মোঃ আবু নাঈম’কে।
ছয় জন নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন, অধ্যক্ষ পদে মোঃ আব্দুল মান্নান যিনি একই প্রতিষ্ঠানের উপধ্যাক্ষ হিসেবে কর্মরত ছিলেন। উপাধ্যক্ষ পদে হাফিজুর রহমান, অফিস সহকারী কাম হিসাব সহকারি পদে আসাদুজ্জামান লিটন যিনি মাদরাসাটির গভর্নিং বডির সভাপতি রহমতউল্লাহ মিয়া ছেলে। অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে মুন্নি, নিরাপত্তা প্রহরী পদে মোঃ রিমন ও আয়া পদে মোছাঃ শামিমা।
জানা গেছে, খালিশা চাপাণী বেপারীটোলা আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ জয়নুল আবেদীন অবসরে গেলে মাদরাসাটির উপাধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান অতি সুকৌশলী কোনো নির্বাচন ছাড়া খাতা কলমে নির্বাচন দেখিয়ে নিজের মতো করে একটি গভর্নিং বডি গঠন করে। এই কমিটি শুধু মাত্র সভাপতি রহমতউল্লাহ মিয়ার নাম ছাড়া আর কারা কারা আছে তা এলাকাবাসী কেউই জানে না।
অতি গোপনে খাতা কলমে গভর্নিং বডি গঠন করে অধ্যক্ষ পদে নিজের নিয়োগ নিজেই নিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। গভর্নিং বডির সভাপতির ছেলেকে অফিস সহকারী পদে নিয়োগ দিয়ে সব মিলিয়ে প্রায় কোটি টাকার বাণিজ্য করেছেন মোঃ আব্দুল মান্নান।
দেশের ৯ সহস্রাধিক বেসরকারি মাদরাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগে কোনো পরীক্ষার্থীর নিকটাত্মীয় নিয়োগ কমিটিতে থাকতে পারবেন না। স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে গত ৬ জুন এমন নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ ছাড়া মাদরাসার উপাধ্যক্ষ, সহকারী সুপার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভারপ্রাপ্ত সুপার ও শিক্ষক-কর্মচারী ওই মাদরাসার কোনো পদে প্রার্থী হলে তিনি নিয়োগ কমিটিতে থাকতে পারবেন না। অথচ খালিশা চাপাণী বেপারীটোলা আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান নিজেই নিজের নিয়োগ দিয়েছেন অধ্যক্ষ পদে। শুধু তাই নয় মাদরাসাটির গভর্নিং বডির সভাপতির ছেলেকে অফিস সহকারি পদে নিয়োগ প্রদান করা হলেও নিয়োগ বোর্ডে প্রতিনিধি হিসেবে সভাপতি রহমতউল্লাহ মিয়া নিজে উপস্থিত ছিলেন। যা মাদরাসা বোর্ডের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
গোপনে নিয়োগের বিষয়ে অন্তত ৫০ জন স্থানীয় ব্যক্তির সাথে কথা হয় এই প্রতিবেদকের অথচ তারা কেউ কিছু জানেন না। নিয়োগ বিজ্ঞপ্তি জানলে তারাও নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতেন বলেন জানান। গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় এবং কোটি টাকার নিয়োগ বাণিজ্য করায় এই নিয়োগ বাতিলের দাবি জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসাটির গভর্নিং বডির সভাপতি রহমতউল্লাহ মিয়ার ছেলে অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ পাওয়া আসাদুজ্জামান লিটন শিক্ষাবার্তা’কে বলেন, নিয়োগ পরীক্ষার তারিখ টা মনে নেই তবে জুলাইয়ের শুরুতে হবে। নিয়োগ পরীক্ষা কোথায় হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, এই মাদরাসাতেই হয়েছিল। একই সময়ে আপনারা কতজন নিয়োগ পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, মোট পাঁচ জন।
শুরুতে তিনি তাঁর বাবা অসুস্থ আছেন এবং বাড়ীর বাহিরে তেমন চলাফেরা করতে পারেন না বললেও নিয়োগ পরীক্ষার দিন নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, তার বাবা নিয়োগ বোর্ডে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ পদে নিজের নিয়োগ নিজে নেওয়া মাদরাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান শিক্ষাবার্তা’কে বলেন, গোপনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। একটি নিয়োগ প্রক্রিয়ায় সবাই জানবে বিষয়টি এমন হবে তাও না। দুই একজন নাও জানতে পারে। তবে এলাকার অধিকাংশ মানুষ জানে। কোন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, কবে কোথায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তবে পরবর্তীতে তিনি আর ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে ডিমলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম শিক্ষাবার্তা’কে বলেন, বিষয়টা এভাবে বলা যাচ্ছে না কে ছিল নিয়োগ পরীক্ষায়, কবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। খাতা পত্র খুলে দেখতে হবে তারপর বলতে পারব। আমার মনে নেই।
জানতে চাইলে নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে তিনি কিছুই জানেন না। শিক্ষাবার্তা’কে তিনি বলেন, আমার জেলায় একটি নিয়োগ হলো অথচ আমি কিছুই জানি না। মাদরাসা অধিদপ্তর থেকে ডিজির প্রতিনিধি প্লেনে আসেন আবার নিয়োগ দিয়ে প্লেনে করে ফিরে যান আমরা জেলার দায়িত্ব থাকি অথচ কিছু জানিনা। গোপনে নিয়োগ নেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে ভালোভাবে খোঁজ নেওয়ার জন্য তিনি প্রতিনিধিকে বলেন।
এ বিষয়ে জানতে চাইলে এক নিয়োগে দুইবার ডিজির প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়া মাদরাসা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আবু নাঈম এর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য,মাদরাসা অধিদপ্তরের নির্দেশনা মতাবেক ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ কমিটি গঠন করা হলে তাতে মাদরাসা অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। এ জন্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা প্রযোজ্য ক্ষেত্রে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতিনিধি চেয়ে আবেদন করতে হবে। প্রতিষ্ঠানভেদে কমিটিতে একজন করে উপজেলা শিক্ষা অফিসার বা শিক্ষক প্রতিনিধি এবং ম্যানেজিং কমিটির সদস্য থাকবেন। দুটি জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাতে প্রতিটি পদের জন্য আবেদন যোগ্যতা, বেতন-ভাতাসহ আবেদনের তারিখ নির্ধারণ করে নন-এমপিও পদ উল্লেখ করতে হবে। ম্যানেজিং কমিটির রেগুলেশনের মাধ্যমে গঠন করতে হবে তিন সদস্যের যাচাই-বাছাই কমিটি। প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা তৈরি করবেন কমিটির সদস্যরা। নিয়োগ পরীক্ষার আয়োজন করতে হবে ছুটির দিনে। সংশ্লিষ্ট মাদরাসার পরিবর্তে অন্য কোথাও নিয়োগ পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। নিয়োগের সম্পূর্ণ ব্যয় বহন করবে মাদরাসা কর্তৃপক্ষ।
কিন্তু খালিশা চাপাণী বেপারীটোলা আলিম মাদরাসায় ছয় ছয়টি পদে নিয়োগ হলো কোথায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কোথায় পরীক্ষা নেওয়া হলো কে প্রতিনিধি ছিলেন তার কিছুই জানেন না এলাকাবাসী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.