এইমাত্র পাওয়া

নলছিটিতে শিক্ষক কর্মচারী এর ১০ম সাধারণ সভা ও নির্বাচন  অনুষ্ঠিত

 বিন-ই-আমিনঃ
নলছিটি উপজেলা শিক্ষক কর্মচারী কো অপারেটিং ক্রেডিট ইউনিয়ন লিঃ( কাল্ব) এর ১০ম বার্ষিক সাধারণ সভা ও ২০১৯ থেকে ২০২১ মেয়াদের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে অদ্য ২০ সেপ্টেম্বর( শুক্রবার)। শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের উপজেলা সভাপতি ও নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায়ী ব্যক্তিত্ব ও পিরোজপুর ও ঝালকাঠী জেলার দায়িত্বপ্রাপ্ত সমবায় অফিসার মো. গোলাম কবির শরীফ। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা সমবায় অফিসার বাবুল সিকদার,কাল্বের পিরোজপুর- ঝালকাঠির জেলা ব্যবস্থাপক আব্দুল আউয়াল। বার্ষিক সাধারণ সভায় সংগঠনটির বিদায়ী সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন

বিদায়ী সভাপতি একরামুল করিম মিঠু তার দীর্ঘ ১১ বছরে কাজের সাফল্য সকল সদস্যদের বিচারের দায়িত্ব দিয়ে ব্যর্থতার কথা তুলে ধরেন। নতুন কমিটির প্রতি শুভ কামনা ও সহযোগিতার আশ্বাস দেন বিদায়ী সভাপতি ও সাধারন সম্পাদক। প্রধান অতিথি তার বক্তৃতায় সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য বেশি করে সদস্য অন্তর্ভুক্তির পরামর্শ দেন। নতুন কমিটির সভাপতি ও জুরকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবুল বাশার তালুকদার, সহ- সভাপতি নান্দীকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সীমা আক্তার,সম্পাদক তিমির কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মো. শফিকুল ইসলাম,কোষাধ্যক্ষ বিপশা প্রাথমিক বিদ্যালয়ের জিনিয়া রহমান,সদস্য নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ধর্মীয় শিক্ষক মা. ফেরদাউস সভায় উপস্থিত সকলের কাছে সহযোগিতা কামনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.