কুবি প্রতিনিধি মাহফুজ কিশোর।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ৭টি বিভাগের শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় কুবি ভার্চুয়াল শ্রেণীকক্ষে এ কর্মশালা শুরু হয়। আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র সহকারী অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে আমরা যে কোন অনুষ্ঠান শুরু করতে পারছি। এভাবেই আমরা বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এ সাফল্য আমাদের ধরে রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘নিজের কাজটাই শেষ কাজ নয়, বিশ্ববিদ্যালয়ের জন্য এবং সমাজের জন্য কাজ থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ধুলাবালিতে আপনাদের অধিকার রয়েছে। সেই অধিকারের জায়গা থেকে আপনারা সচেতন থাকবেন এবং নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে করবেন।’
প্রসঙ্গত, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সার্বিক তত্ত্বাধানে কর্মশালায় অর্থনীতি, লোক প্রশাসন, গণিত, নৃবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান ও রসায়ন বিভাগের অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকরা অংশ নেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.