এইমাত্র পাওয়া

পিরোজপুরে বাসকশিপের জেলা সম্মেলনঅনুষ্ঠিত  

প্রেস বিজ্ঞপ্তিঃ আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার  পিরোজপুর জেলা স্কাউট ভবনে বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) এর পিরোজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ড. মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি বাসকশিপ কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক ছিলেন জনাব সাইদুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাসকশিপ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন জনাব ঠাকুর চাঁদ মজুমদার, অধ্যক্ষ সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয় ; জনাব শেখ নজরুল ইসলাম, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) কাউখালি সরকারি কলেজ, জনাব মোঃ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক, বাসকশিপ কেন্দ্রীয় কমিটি; জনাব আফজালুল হক, সভাপতি বাসকশিপ খুলনা জেলা কমিটি। সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব মনিরুজ্জামান শিকদার, অধ্যক্ষ ইন্দুরকানি সরকারি কলেজ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জনাব মাহফুজুর রহমান, জনাব মোঃ মনিরুজ্জামান, জনাব রনজিত কুমার, জনাব নাজমুস শাহাদাত, জনাব অলোক কুমার মিস্ত্রী, জনাব মামুন মল্লিক, জনাব সুমন মিস্ত্রী, জনাব হিমাংশু বিশ্বাস, জনাব আলী আল মামুন, জনাব শারমিন হোসেন, জনাব লিটুরানী হালদার, জনাব আশিক ই এলাহী, জনাব এ কে এম মাসুদুজ্জামান, জনাব নুরজাহান ফেরদৌসী, জনাব প্রকাশ ওঝা, জনাব পার্থসারথি, জনাব মাধুরি রানী, জনাব বিদ্যুত সমাদ্দারসহ অর্ধশতাধিক শিক্ষক নেতৃবৃন্দ।
সম্মেলনে বক্তারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সেইসাথে সদ্য সরকারি হওয়া কলেজগুলোতে দ্রুত পদসৃজন ও নিয়োগ দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। এবং সদ্য সরকারি হওয়া পিরোজপুর জেলার তিনটি কলেজের সকল শিক্ষকবৃন্দ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সংগঠন বাসকশিপ এর সভাপতি জনাব আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক ড. এম. আহম্মদ আলী মল্লিক স্যারের নেতৃত্বে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে শিক্ষকদের যেকোনো ন্যায্য দাবি আদায়ে পাশে থাকার ঘোষণা দেন।
সম্মেলন শেষে অধ্যক্ষ জনাব মনিরুজ্জামান শিকদারকে প্রধান নির্বাচক এবং  অধ্যক্ষ জনাব ঠাকুর চাঁদ মজুমদার কে সদস্য করে পিরোজপুর কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করা হয়। বিজ্ঞ নির্বাচক প্যানেল উপস্থিত সকলের মতামত বিবেচনায় ইন্দুরকানি সরকারি কলেজের সহঃ অধ্যাপক জনাব মাহফুজুর রহমানকে সভাপতি এবং সরকারি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক জনাব মোঃ মনিরুজ্জামান কে সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট পিরোজপুর জেলা কমিটি গঠন করার সুপারিশ করেন। উপস্থিত সকলের সম্মতিতে বাসকশিপ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উক্ত কমিটি অনুমোদন করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.