এইমাত্র পাওয়া

বেনাপোলে আলোকিত বারপোতার উদ্দ্যেগে ৫ হাজার তালের চারা রোপন

জসিম উদ্দিন,বেনাপোল প্রতিনিধি।।

সুস্থ চিন্তা, সঠিক সিন্ধান্ত, আন্তরিক প্রচেষ্টা, স্বার্থক ও সফলতা এই শ্লোগান নিয়ে সুসংহত সমাজ গঠন ও পরিবেশ উন্নয়নের লক্ষে আলোকিত বারোপোতা নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্দ্যেগে বজ্রপাতে অকাল মুত্যর হাত থেকে সমাজের মানুষকে রক্ষা করতে বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ২০হাজার তালের চারা রোপনের লক্ষে আজ মঙ্গলবার সকালে আনুষ্টানিক ভাবে পুটখালী -বালুন্ডা সড়কে কদমতলা গ্রামের বটতলা থেকে ৫ হাজার তালের চারা রোপন করা শুরু হয়েছে।তালের চারা রোপন অনুষ্টানে আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করেন বারপোতা মহিউদ্দিন উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও বেনাপোল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ্ব বকুল মাহবুব।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুটখালী ইউনিয়ন পরিষদের সদস্য ইদ্রিস আলী ও আঃ জব্বার,বারপোতা বাজার কমিটির সভাপতি আমজেদ আলী, সাধারন সম্পাদক ডাঃ ইউছুপ আলী, মাষ্টার শেখ শফিউদ্দিন, মাষ্টার ফজলুর রহমান, আশানুর রহমান, কাসেম আলী, ছিয়াদ আলী, আব্দুল মালেক, জোনাব আলী প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.