এইমাত্র পাওয়া

দূর আকাশের তারা

দূর আকাশের তারা

এ কে সরকার শাওন

 

কাছে পাশে থাকি
কি-বা না থাকি
রিচি কি বা রাঁচি,
যমুনার তীরে কিংবা খোয়াই
যতদূরেই যাই,
তুমি তো রয়েছো সদাই,
বুকের বাম পাশ টায়;
অগোচরে-চুপিসারে
কেহ জানিতে না পায়।

লুকোচুরি আলো ছায়ায়,
নিত্য খেলছো ছলা কলায়;
আমার দু’চোখের তারায়;
বেলা, অবেলায় আর নিরালায়।

নীলাকাশের মাঝেও তুমি
মুখ লুকিয়ে হারাও মেঘের ভেলায়।
বন-বনানীর মাঝে তুমি উঁকি দিয়ে যাও।
ডাগর চোখে বাঁকা চাহনিতে দোলা দিয়ে যাও
মনের সোনালী ধান ক্ষেতে।
মুক্তার ঝিলিক হাঁসি
ছড়াও তুমি তরঙ্গিণীর স্রোতে।

আধাঁরের মাঝে এসে,
বসো পাশে ভালবেসে;
মন ছুঁয়ে যাও হেয়ালী হেঁসে।
পাষাণও কি থাকতে পারে!
তোমায় না ভাল বেসে?

ক্ষণিকের মাঝে এসে তুমি
পরক্ষণেই হাওয়ায় মিলাও।
ছোঁয়া নাহি যায়, ধরা নাহি দাও;
তুমি আজো অজয়া-অধরা।
তুমি তো চিরদিনের
দূর আকাশের তারা।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.