সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কমিটি প্রথা না থাকলেও সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়ে এখনো ম্যানেজিং কমিটি বিদ্যমান। একটি সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ম্যানেজিং কমিটির প্রয়োজনটাই বা কী? অতীতে এই ম্যানেজিং কমিটির প্রয়োজন থাকলেও বর্তমানে কমিটি নামক অপ্রয়োজনীয় এই প্রথা প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই তো প্রায়ই পত্রিকায় কমিটির সদস্যদের হাতে শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া যায়।
কোথাও স্লিপের টাকার ভাগ তাদের দেওয়ার জন্য, কোথাও কমিটির সভাপতি হওয়ার জন্য একের পর এক শিক্ষক তাদের হাতে নির্যাতিত হচ্ছেন, অথচ কর্তৃপক্ষ এ বিষয়ে নির্বিকার। একটি সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি ম্যানেজিং কমিটি থাকার প্রয়োজন নেই। আর যদি কোনো কমিটির প্রয়োজনই থাকে তাহলে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সভাপতি করে উপজেলা শিক্ষা অফিসার, সংশিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক ও পাশের হাইস্কুলের কোনো শিক্ষককে নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা যেতে পারে। পরিশেষে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ এই যে, প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অপ্রয়োজনীয় এই ম্যানেজিং কমিটি প্রথা দ্রুত বিলুপ্ত করা হোক।
মাহফিজুর রহমান মামুন
সহকারী শিক্ষক, ভীমদামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝলঝলি, তেপুকুরিয়া, বোদা, পঞ্চগড়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.