এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

গতকালের পর

১৬.সারা বিশ্বের পালনকর্তা কে?

উত্তর : সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা। তিনি এ বিশ্বজগতের অধিপতি বা মালিক। তিনি এক ও অদ্বিতীয় সত্তা।

১৭.আমাদের দীনের নাম কী?

উত্তর : আমাদের দীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিকনির্দেশনা এতে দেওয়া হয়েছে।

১৮.রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেন?

উত্তর : রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করব কারণ এটি ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস।

১৯.আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?

উত্তর : আমরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ বলে আল্লাহর শোকর আদায় করব।

২০.কিয়ামতের ভয়াবহতা তোমাকে কোন কাজটি করতে উদ্বুদ্ধ করে?

উত্তর : কিয়ামতের ভয়াবহতা আমাকে যে কাজটি করতে উদ্বুদ্ধ করে তাহলো পাপ কাজ থেকে বিরত থাকা।

২১.আখিরাত মানে কী?

উত্তর : আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।

২২.ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইব কেন?

উত্তর : আল্লাহ অতি ক্ষমাশীল। তাই ভুল হলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব।

২৩.মুমিন কাকে বলে?

উত্তর : যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ, গুণাবলি, বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে অন্তরে বিশ্বাস করে তাকে মুমিন বলে।

২৪.মিযান কী?

উত্তর : হাশরের ময়দানে মানুষের আলমসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিযান বলা হয়।

২৫.আমলনামা কী?

উত্তর : আমলনামা হলো কর্মলিপি। মানুষ দুনিয়াতে যেসব কাজ করছে তা ফেরেশতাগণ লিখে রাখছেন। এ লিখিতরূপই হলো আমলনামা।

২৬.আল্লাহ সামীউন বাসির কথাটির অর্থ কী?

উত্তর : আল্লাহ সামীউন বাসির কথাটির অর্থ— নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন।

২৭.জাহান্নাম কী?

উত্তর : জাহান্নাম বা দোযখ হলো চিরস্থায়ী দুঃখ-কষ্ট ও যন্ত্রণার স্থান। জাহান্নামে পাপী লোকদের শাস্তির ব্যবস্থা করা হয়েছে। সেখানে উত্তপ্ত আগুন রয়েছে এবং ভয়ানক শাস্তির আয়োজন করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.