নিউজ ডেস্কঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতকে (সম্মান) ভর্তির আবেদন ৮ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত। উল্লেখ্য এবারো থাকছে দ্বিতীয়বারমত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ।
বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে নয়টি ইউনিটের জন্য পৃথকভাবে ফরম পূরণ করতে হবে। ইউনিটগুলো হলো- এ ইউনিট (গানিতিক ও পদার্থবিষয়ক অনুষদ), বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ), সি ১ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ), ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), এফ ইউনিট (আইন অনুষদ), জি ইউনিট (ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), এইচ ইউনিট (ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকেনোলজি) এবং আই ইউনিট (বঙ্গবন্ধু তূলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউট)।’
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের https://ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.