এইমাত্র পাওয়া

চাটমোহরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ কর্তৃক শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজের শিক্ষক-কর্মচারী। শনিবার সকাল ১১টায় কলেজ মাঠে আধাঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল মোস্তফা, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান, প্রভাষক আবুল কালাম আনসারী, ওয়াইজ আলম স্ট্যালিন, লিলি আক্তার, রাবেয়া সুলতানা, অফিস সহায়ক মানিক মোল্লা, আবদুর রহমান, শাহনাজ পারভীন প্রমুখ।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ, শিক্ষকদের পদসৃজন নিয়ে অধ্যক্ষ তালবাহানা করছেন। তার কারণেই বন্ধ হয়ে আছে কলেজ আত্তীকরণ ফাইলের কাজ। এ নিয়ে আন্দোলনে নামায় শিক্ষকদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন অধ্যক্ষ। তারা অতিসত্বর মামলা প্রত্যাহারের দাবি জানান। তা না হলে আগামীতে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন শিক্ষকরা।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ জানিয়ে তার অপসারণ এবং শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ ফাইল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষক-কর্মচারীবৃন্দ।

এ নিয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা এরআগে মানববন্ধন, লিফলেট বিতরণ ও পোস্টারিংসহ নানা কর্মসূচি পালন করেন। পরে অধ্যক্ষ মো. মিজানুর রহমান ১৮ জন শিক্ষক-কর্মচারীর নামে পাবনার আদালতে মানহানির মামলা দায়ের করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading