এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে কলাপাড়া উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে খেলা ছেলে-মেয়েদের চারটি দল অংশগ্রহণ করেন।

সোমবার বিকাল চারটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এর শুভউদ্ভোধন হয়।
খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মুনিবুর রহমান। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবুল বশারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপুল চন্দ্র হাওলাদার মেয়র কলাপাড়া পৌরসভা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, ৭১ টিভির কলাপাড়া উপজেলা প্রতিনিধি মিলন কর্মকার রাজু প্রমুখ।
ফাইনালে দুটি খেলায় মেয়েদের বিভাগে নাচনাপাড়া বাসন্তী মন্ডল সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে চরপাড়া পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে এবং ছেলেদের বিভাগে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে হারিয়ে বিজয়ী হয়।পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading