এইমাত্র পাওয়া

ঘাটাইলে জেএসসি শিক্ষার্থীদের ফরম পুরণের জন্য আর্থিক সহায়তা প্রদান

ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধি ।।
টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি এবং শতভাগ পাশ নিশ্চিত করনের লক্ষে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ৮৭ জন জেএসসি পরীক্ষার্থীদের মাঝে ফরম পুরনের জন্য ৫শত করে মোট ৪৩ হাজার ৫ শত টাকা বিতরণ করা হয় । মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার শালিয়াজানি গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতরণ অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন,ম্যানেজিং কমিটির সভাপতি মো.নজরুল ইসলাম, গুড নেইবারস বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা,প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোশারফ হোসেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.