এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তার সাব-এডিটর পুনরায় জেলা প্রশাসক কর্তৃক পুরস্কৃত

শিক্ষাবার্তা ডেস্কঃঃ

২০১৯ খ্রি. জাতীয় শিক্ষা সপ্তাহের ঝালকাঠি জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক( কারিগরি) নির্বাচিত হয়েছেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখার শিক্ষক বিন-ই-আমিন। অদ্য ৩০ জুলাই( মঙ্গলবার) দুপুর ২ টায় জেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন,এনএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ,সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দাস,ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম,নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষণা ও মূল্যায়ন কর্মকর্তা পাপিয়া সুলতানা’র সঞ্চালনায় পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। বিন-ই-আমিন শিক্ষামূলক জাতীয় অনলাইন শিক্ষাবার্তা ডটকমের সাব-এডিটর হিসেবে কাজ করছেন। তিনি ২০১৮ সনেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। চাকরির অভিজ্ঞতা,দায়িত্ববোধ,সময়ানুবর্তিতা,শ্রেণিকক্ষে পাঠদানের নিয়মানুবর্তিতা,ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার,চারিত্রিক দৃঢ়তা,ব্যক্তিত্ব,সততা,সুনাম,শৃংখলাবোধ,বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা,সৃজনশীল প্রশ্নপত্র তৈরী,পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা,জাতীয় দিবস উদযাপন ও বার্ষিক ক্রীড়ানুষ্ঠান আয়োজনে সহায়তা সহ বিভিন্ন দিক বিবেচনা করে তাকে নির্বাচিত করা হয়। তিনি ২০০০ খ্রি. থেকে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading