নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ডদেশের বিভিন্ন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকদের প্রাতিষ্ঠানিক কাজে আইসিটির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে দেশের ৩২ স্কুলের প্রধান শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে নায়েম অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেন।
নায়েমের পরিচালক প্রফেসর ড. শাহ মো. আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচালক ড. মো. আতিকুল ইসলাম পাঠান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, প্রত্যেকটি সরকারি হাইস্কুলের জন্য ডায়নামিক ওয়েবসাইট জুলাই মাসে চালু করা হবে। প্রধান শিক্ষকদের তা পরিচালনাসহ প্রতিষ্ঠানের সব কার্যক্রম আইসিটি নির্ভর করতে হবে।
তিনি আরও বলেন, একইসঙ্গে বেসরকারি শিক্ষকদের যাবতীয় তথ্যাদি সন্নিবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার চালু করা হবে। বেসরকারি শিক্ষক বদলি নীতিমালা অনুসারে সেই সফটওয়্যার থেকে তথ্যাদি গ্রহণের মাধ্যমে তাদের বদলি করা হবে। তাই সব শিক্ষককে সময়ের চাহিদা অনুযায়ী কার্যকর তথ্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। শেষে শিক্ষকদের মাঝে সনদ বিতরণ করা হয়।
শিক্ষাবার্তা /এ/ ২৭/০৬/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.