ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কমনরুমগুলোতে নারী শিক্ষার্থীদের পার্ট টাইম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানিয়েছে নারীদের নিয়ে কাজ করা সংগঠন ‘একশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন’ (এসিটি)। এ ছাড়া কমনরুমের ক্যান্টিনে শিক্ষার্থীদের পার্টটাইম কর্মসংস্থান ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানায় সংগঠনটি।
বৃহস্পতিবার (২৬ জুন) সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি পেশ করে।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী কমনরুম পুরুষ স্টাফ দ্বারা পরিচালিত হচ্ছে। এতে করে পর্দানশীল নারী শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠছে অস্বস্তিকর ও সীমাবদ্ধ এক পরিসর।
অনেক ছাত্রী বাচ্চা নিয়ে ক্যাম্পাসে আসেন, যাদের মধ্যে কেউ কেউ ব্রেস্টফিডিং করান, আবার অনেকে ওযু করার সময়ও বিড়ম্বনায় পড়তে হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, কমনরুম কেবল বিশ্রামের জায়গা নয়, বরং এটি ছাত্রীর ব্যক্তিগত প্রয়োজন, মানসিক স্বস্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ স্থান। কিন্তু নারী স্টাফের অভাবে অনেক শিক্ষার্থী সেখানে প্রয়োজনীয় সেবা ও পরিবেশ পাচ্ছেন না।
এ প্রসঙ্গে সংগঠনটির সদস্যরা বলেন, কমনরুমে নারী স্টাফ নিযুক্ত করলে যেমন স্বস্তিদায়ক ও নিরাপদ পরিবেশ তৈরি হবে, তেমনি পার্ট টাইম কর্মসংস্থানের সুযোগ পেলে অনেক শিক্ষার্থীর আর্থিক সমস্যারও আংশিক সমাধান হবে।
স্মারকলিপি প্রদানকালে সংগঠনটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি, ইংরেজি বিভাগের উম্মে সালমা, আরবি বিভাগের নুসরাত জাহান নিহা, ইসলামিক স্টাডিজ বিভাগের সামিয়া আক্তার ও জান্নাতুল ফেরদৌসী।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.