নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষক পদে নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) কার্যালয় ঘেরাও করেছেন ১৭তম নিবন্ধনের আবেদন বঞ্চিতরা।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয় ঘেরাওয়ের কারণে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েছেন।
তাদের দাবিগুলো হচ্ছে- সদ্য প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ১৭তম নিবন্ধনে আবেদনবঞ্চিতদের অন্তর্ভুক্ত করে সৃষ্ট জটিলতা সমাধান কর; আহতদের সুচিকিৎসার দেওয়ার।
বঞ্চিত প্রার্থীরা জানান, ১৭তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ২৩ জানুয়ারি প্রকাশ করা হয়। পরবর্তীতে করোনা মহামারী ও এনটিআরসিএ দাপ্তরিক কারণে বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল পর্যন্ত মোট ০৪ (চার) বছরের বেশি সময় অতিবাহিত হয়ে চূড়ান্ত ফলাফল প্রকাশ করে ২০২৩ সালের ২৮ ডিসেম্বর। নীতিমালা অনুসারে ১ বছরের নিবন্ধন পরীক্ষা শেষ করতে ০৪ বছরের বেশি সময় অতিবাহিত হওয়ায় আমরা ১৭তম নিবন্ধনধারী প্রায় ৭৫০ জন প্রার্থী ৩৫ বছর উর্ধ্বে হয়ে যায়। করোনাকালীন সময়ক্ষেপণ এর বিষয়টি উক্ত ব্যাচের ( ১৭ তম) জন্য বিবেচনায় গ্রহণ করা হয়নি, বিধায় আমরা ৫ম চাকরির গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নাই। আমরা এনটিআরসিএ কর্তৃক ২০২০ সালের সার্টিফিকেট ২০২৪ সালে পাওয়ার পরও একটি বারও কোন গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারি নাই।
তারা বলেন, এ বিষয়ে আমরা এনটিআরসিএ এর কর্তৃপক্ষকে করোনাকালীন ভুক্তভোগী বিষয়টি জানিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ সুপারিশের অনুরোধ জানিয়ে, স্মারকলিপি প্রদানসহ একাধিকবার মানববন্ধন, অবস্থান কর্মসূচি এবং গণঅনশন কর্মসূচি পালন করেছি। ২০২৪ সালের পবিত্র ঈদুল আজহার দিনেও আমরা প্রেসক্লাবে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছি। আন্দোলন করার ফলে সংশ্লিষ্ট মহলের সাথে বারবার আমাদের সাক্ষাৎ পাওয়ার সুযোগ এবং প্রত্যেক সাক্ষাতে তারা আমদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন বন্ধ করার জন্য কৌশল অবলম্বন করে। যার ফলে প্রতিবারই আমরা প্রতারণার শিকার হয়ে থাকি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.