বরিশালঃ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের আবাসন সংকট দূর করাসহ পাঁচ দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ফলে শহরের ভিতরে প্রবেশ করার কলেজের সামনের এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সীমাহীন ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার সকালে কলেজের জিরো পয়েন্টে জড়ো হন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়। পরে বেলা ১১টায় বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।বিক্ষোভে উত্তাল বিএম কলেজ, শিক্ষার্থীদের ৫ দাবিশিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশুনা করছে। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। যা রয়েছে তার অবস্থাও বেহাল।
বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই তারা জলাবদ্ধতা নিরসন করে রাস্তা ড্রেন সংস্কারের দাবি জানান।
এছাড়া শিক্ষার্থীরা মাঠ ভরাট, কলেজের অডিটোরিয়াম সংস্কার, বিভিন্ন ডিপার্টমেন্ট এর সংস্কার ও শিক্ষক সংকট দূর করে পর্যাপ্ত শিক্ষক নিয়োগেরও দাবি তুলে ধরেন। শিক্ষার্থীরা জানান যতদিন পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.