এইমাত্র পাওয়া

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি আবেদন শুরু ২ জুন, আবেদন ফি ৪০০ টাকা

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিতে প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ২ জুন।

এদিন বিকেল ৪টা থেকে অনলাইনে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৩ জুলাই রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

এবার মাস্টার্সে ভর্তির প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা। ফির টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) আগামী ৭ জুলাইয়ের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

এদিকে, ভর্তি শেষে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২৭ জুলাই। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading