রাজবাড়ীঃ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজবাড়ীর পাংশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে গিয়েছেন।
সোমবার (২৬ মে) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও পাঠদান কার্যক্রম থেকে বিরত রয়েছেন।
মঙ্গলবার রাজবাড়ীর পাংশা শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষে পাঠদান একেবারেই বন্ধ। শিক্ষার্থীরা কেউ মাঠে খেলছে, কেউ ছবি আঁকছে, আবার অনেকে বাড়ি ফিরে যাচ্ছে। শিক্ষকরা অফিস কক্ষে বসে নথিপত্রের কাজ করছেন। অন্য দিনের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল অনেক কম। সহকারী শিক্ষক কাজী সোহেল বলেন, “কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা পাঠদান থেকে বিরত রয়েছি। তবে বিদ্যালয়ে নিয়ম মাফিক উপস্থিত থেকে শিক্ষার্থীদের দেখভাল করছি।” তিনি আরও বলেন, “সহকারী শিক্ষক হিসেবে আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। প্রধান শিক্ষক কিংবা অন্যান্য সরকারি কর্মচারীদের তুলনায় আমাদের বেতনে ব্যাপক পার্থক্য রয়েছে। আমরা এই বৈষম্যের অবসান চাই।”
সহকারী শিক্ষক হালিমা আনোয়ার শুভা বলেন, “পাঠদান না করলেও আমরা নিয়মমাফিক বিদ্যালয়ে উপস্থিত থেকে অফিসিয়াল কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাশাপাশি শিক্ষার্থীদের আচরণগত দিকেও নজর রাখছি যেন কোনো বিশৃঙ্খলা না হয়।”
এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন “আমাদের বিদ্যালয়ে ৫ জন সহকারী শিক্ষক রয়েছেন। তারা সবাই কর্মবিরতিতে থাকায় পাঠদান পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের দেখভালের জন্য আমাকে অতিরিক্ত দায়িত্ব নিতে হচ্ছে।”
শিক্ষকদের দাবি, তাদের ন্যায্য দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে কর্মসূচি চলমান থাকবে, যা প্রাথমিক শিক্ষায় স্থবিরতা তৈরি করতে পারে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.