এইমাত্র পাওয়া

শাবিপ্রবি শিক্ষককে মা-র-ধ-রের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সিলেটঃ শিক্ষককে মারধরের অভিযোগ ও ঘটনার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রবিবার (১৮ মে) রাত ১১ টা থেকে তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এর আগে তারা ক্যাম্পাস ও সড়কে খন্ড খন্ড মিছিল করে। রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খানিজ প্রকৌশল বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম নগরীর আখালিয়া এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল গিয়ে শফিকুল ইসলামকে বহনকারী প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে প্রতিবাদ করায় মোটরসাইকেলে থাকা যুবকরা ওই শিক্ষককে মারধর করেন।

খবর পেয়ে রাতেই ওই এলাকায় যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার প্রতিবাদে তারা আখালিয়া এলাকায় বিক্ষোভ করেন। পরে রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় ফটকে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্ত যুবকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading