এইমাত্র পাওয়া

জুমার নামাজের পর গণঅনশনের ঘোষণা জবি শিক্ষার্থীদের

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নসহ চার দফা দাবিতে তৃতীয় দিনের মতো শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন চলছে। শুধু তাই নয়, দাবি আদায়ে জুমার পর গণঅনশনের ডাকও দিয়েছে তারা। দাবি না মেনে নেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, শুক্রবার সকাল ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর গণ অনশন শুরু করা হবে।

শিক্ষার্থীরা বলেন, বোতলকাণ্ডে জড়িতের বিচার আমরা করবো। তবে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেয়ার আগ পর্যন্ত সেই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না।

এদিকে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় ২৪ ঘণ্টা কাকরাইলে অবস্থান করছে তারা। অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেনি কেউ। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও অবস্থান করছেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো-বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading