এইমাত্র পাওয়া

প্রায় এক দশক পর চবিতে পঞ্চম সমাবর্তন, শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর ক্যাম্পাস

চট্টগ্রামঃ প্রায় এক দশক পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম সমাবর্তন। এ উপলক্ষে কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ ক্যাম্পাসে হাঁটছেন হাসিমুখে। কারও গায়ে, কারও কাঁধে ঝোলানো গাউন। তাদের একের পর এক সেলফি, হাসির ঝলক আর আড্ডায় যেন মুখর পুরো ক্যাম্পাস।

বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেখা যায় উৎসবমুখর এ দৃশ্য। এবারের সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। অংশগ্রহণকারীদের মধ্যে গত সোমবারই গাউন বিতরণ শুরু করেছে কর্তৃপক্ষ। ওই দিন থেকেই নিজ বিভাগে এসে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা গাউন নিয়ে যাচ্ছেন। গাউন হাতে পেয়েই ক্যাম্পাসে ছবি তোলার হিড়িক তাদের। কেউ প্রিয় বন্ধুর সঙ্গে, কেউবা নিজের সন্তান কিংবা মা-বাবাকে নিয়ে দেখাতে এসেছেন স্মরণীয় এ প্রাঙ্গণ।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। পরে ১৯৭৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ১৯৮৯ সাল পর্যন্ত মুহাম্মদ ইউনূস এই পদেই কর্মরত ছিলেন। এ সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি লিট উপাধি প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন, দক্ষিণ ক্যাম্পাস, বোটানিক্যাল গার্ডেন, জীববিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, কলা ও মানববিদ্যা অনুষদের ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, কেন্দ্রীয় খেলার মাঠসহ পুরো ক্যাম্পাসেই ঘুরে বেড়াচ্ছেন শিক্ষার্থীরা। তাদের একজন রাজনীতিবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী আসিফ মাহমুদ। বন্ধুদের সঙ্গে কথা বলার ফাঁকে তিনি জানান, প্রায় সাত বছর পর তিনি ক্যাম্পাসে এসেছি। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। এ দিনটির জন্যই অপেক্ষায় ছিলাম।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নোবেল পুরস্কার পাওয়ার পর ২০০৬ সালে মুহাম্মদ ইউনূস একবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে অর্থনীতি বিভাগ পরিদর্শনে আসেন। সেই হিসেবে প্রায় ১০ বছর পর তিনি ক্যাম্পাসে আসছেন। আজ অনুষ্ঠানের এক ফাঁকে অর্থনীতি বিভাগে যেতে পারেন তিনি।

জানা গেছে, সমাবর্তনে মূল অনুষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। সেখানেই বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সঙ্গে সরকারের আরও চার উপদেষ্টা উপস্থিত থাকবেন। তারা হলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বিদ্যুৎ ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ।

অনুষ্ঠানে অতিথিদের আসন গ্রহণ শুরু হবে দুপুর দেড়টায়। দুপুর ১টা ৪৫ মিনিটে সমাবর্তন শোভাযাত্রা হবে। তবে এতে কোনো গ্র্যাজুয়েট অংশ নিতে পারবেন না। পরে দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য, ডি লিট গ্রহণ, শিক্ষা উপদেষ্টার বক্তব্য, উপাচার্যের বক্তব্য, দুই সহ-উপাচার্যের বক্তব্য মিলিয়ে অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading