লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে জামাল সনিসহ (৪৯) পাঁচজনের বিরুদ্ধে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (২৪ মার্চ) সাহরির সময় এ ঘটনা ঘটে।
জামাল সনি চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মৃত শফি আলমের ছেলে।
ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সোমবার ভোররাতে সাহরির পর ওই গৃহবধূকে জোর করে একটি পুকুরপারে নিয়ে যান দুই ব্যক্তি।
সেখানে তাকে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ভুক্তভোগী জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফেরার পর চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। ভুক্তভোগী নারী জানান, দুই বছর আগে তার বিয়ে হয়।
বিয়ের দুই মাস পর স্বামীর বোনের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে তার ননদের জামাই জামাল আহমেদ সনি তাকে কুপ্রস্তাব দেন। পারিবারিকভাবে এ ঘটনার প্রতিবাদ করলে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর কয়েক মাস পর জামাল সনি তার বাড়িতে এসে ধর্ষণ করেন।
এর বিচার দাবি করে এলাকার গণ্যমান্যদের জানালেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সালিসি বৈঠক হতে দেননি জামাল। আবার সোমবার ভোররাতে জামাল সনির নেতৃত্বে আরো চারজন মিলে তাকে গণধর্ষণ করে।
বিচার দাবি করে ভুক্তভোগীকে উদ্ধারকারী দুই নারী বলেন, ‘চিৎকার শুনে আমরা এগিয়ে আসি। কাপড়বিহীন অবস্থায় উদ্ধার করে তাকে ঘরে নিয়ে যাই।’
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.