ঢাকাঃ প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়িয়ে দেয়ার পক্ষে মত দিয়েছেন গণসাক্ষরতা অভিযান। সোমবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ মত প্রকাশ করে সংস্থাটি।
বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় শিক্ষা বাজেট: আমাদের প্রস্তাবনা সংবাদ সম্মেলন করা হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, প্রাক-বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন ড. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়াও আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ ও সিপিডির রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫০ টাকার কম উপবৃত্তি পাচ্ছে। দুইটি খাতাতেই এ টাকা খরচ হয়ে যায়, কলম, পেন্সিল-রাবার ও অন্যান্য শিক্ষা খরচ কীভাবে করবে। তাই প্রাথমিকের প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০ টাকা ও ৬ষ্ঠ শ্রেণিতে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি শিক্ষার্থীকে ৭০০-১ হাজার টাকা দেয়ার সুপারিশ করছি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.