এইমাত্র পাওয়া

প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়িয়ে দেয়ার পক্ষে গণস্বাক্ষরতা অভিযান

ঢাকাঃ প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়িয়ে দেয়ার পক্ষে মত দিয়েছেন গণসাক্ষরতা অভিযান। সোমবার (২৪ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ মত প্রকাশ করে সংস্থাটি।

বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশায় শিক্ষা বাজেট: আমাদের প্রস্তাবনা সংবাদ সম্মেলন করা হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, প্রাক-বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন ড. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়াও আলোচনা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ ও সিপিডির রিসার্চ ডিরেক্টর ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বক্তারা বলেন, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৫০ টাকার কম উপবৃত্তি পাচ্ছে। দুইটি খাতাতেই এ টাকা খরচ হয়ে যায়, কলম, পেন্সিল-রাবার ও অন্যান্য শিক্ষা খরচ কীভাবে করবে। তাই প্রাথমিকের প্রত্যেক শিক্ষার্থীকে ৫০০ টাকা ও ৬ষ্ঠ শ্রেণিতে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতি শিক্ষার্থীকে ৭০০-১ হাজার টাকা দেয়ার সুপারিশ করছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৩/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading