নেত্রকোনাঃ নেত্রকোনা মেডিক্যাল কলেজ বন্ধের প্রতিবাদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক-স্থানীয় জনতা।
সোমবার (১৭ মার্চ) জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক পার্টির সংগঠক (উত্তরাঞ্চল) প্রতীম সোহাগের পরিচালনায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কবি কামাল হোসাইন, জেলা উদীচীর নির্বাহী সদস্য পল্লব চক্রবর্তী প্রমুখ।
আরো বক্তব্য রাখেন, নেত্রকোনা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী আজিজুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. ফকরুল হাসান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শেখ হাসনাত, যুগ্ম আহ্বায়ক নিমহাজ সোহেল, হাফিজা আক্তার, সংগঠক ফারজানা খানম, কলেজ শিক্ষার্থী ফাইজা ইসলাম, পৌর ছাত্র দলের আহ্বায়ক ফজলে রাব্বী প্রমুখ।
বক্তারা জানান, ২০১৯ খ্রিষ্টাব্দের ৫০ জন শিক্ষার্থী নিয়ে নেত্রকোনা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয়। এ কলেজের শিক্ষার্থী সংখ্যা অন্তত ৩৭৯ জন। সাত বছরেও এ কলেজের নিজস্ব ক্যাম্পাসের জায়গা নির্ধারণ হয়নি। ফলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একটি অংশে কলেজটির শিক্ষা কার্যক্রম চলছে বলে জানান তারা।
জেলার নতুন মেডিক্যাল কলেজ বলে আবাসিক হোস্টেল, শ্রেণিকক্ষ, পাঠাগার, গবেষণাগার সংকটের মতো বিষয়গুলো শিক্ষার্থীরা সীমাবদ্ধতা মেনে নিয়ে অধ্যয়ন করে যাচ্ছেন। তবে যে সংকট তাদের মধ্যে হতাশা তৈরি করছে, তা হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষক শূন্যতা ও ক্লিনিক্যাল-শিক্ষার পরিবেশের অভাব।
ইতোমধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার নেত্রকোনা মেডিক্যাল কলেজসহ দেশের ছয়টি মেডিক্যাল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৩/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.